স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সারাদেশে অবৈধ ও অনুমোদনবিহীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক এ অভিযান এবং ডেঙ্গু সনাক্ত পরীক্ষা ও অন্যান্য পরীক্ষার অতিরিক্ত মূল্য আদায় তদারকির অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সকল ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করেছেন উপজেলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার সকল ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক এ অভিযান পরিচালনা করা হয়।
এতে সরকার নির্ধারিত মূল্যে ডেঙ্গু পরীক্ষা ও সিবিসি পরীক্ষা করার জন্য ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক সংশ্লিষ্ট সকলেকে নির্দেশ দেয়া হয়।
সেই সাথে একটি ক্লিনিক থেকে রোগ নির্ণয় সংশ্লিষ্ট মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (পরীক্ষার মেডিসিন) জব্দ করা হয়। এবং সরকারের দেওয়া নির্ধারিত মূল্যে সকল ধরনের পরীক্ষার ফি নেওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়। এ নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরীফ ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর কামাল হোসেন।
একুশে সংবাদ/জ.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :