AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে কালভার্ট ভেঙে বড় গর্তের সৃষ্টি, ঝুঁকি নিয়ে চলাচল


Ekushey Sangbad
নান্দাইল উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৬:১৯ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
নান্দাইলে কালভার্ট ভেঙে বড় গর্তের সৃষ্টি, ঝুঁকি নিয়ে চলাচল

ময়মনসিংহের নান্দাইলে গাঙ্গাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে ভূঁইয়া বাড়ির পাশে একটি কালভার্ট ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে সড়কটিতে পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে তাদের। 

 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সরেজমিন গিয়ে জানা যায়, নান্দাইল রোড বাজার থেকে পাইকুড়া বঙ্গবাজার ভায়া বাংলা বাজার পর্যন্ত পাকা সড়কের একটি খালের ওপর প্রায় ৪ বছর আগে কালভার্টটি নির্মিত হয়। ১০-১৫ দিন আগে কালভার্টের মাঝের অংশ ভেঙে বড় গর্তের

সৃষ্টি হয়।

 

এরপর ভাঙা অংশের ওপর দুটি কাঠের তক্তা ফেলে রাখা হয়েছে। তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ছোট ছোট যানবাহন ও পথচারী। তাদের সতর্ক করার জন্য কালভার্টের মাঝখানের একটি ভাঙা রড সোজা করে তাতে সাদা ও হলুদ রঙের দুটি খালি সিমেন্টের বস্তা ঝুলিয়ে রাখা হয়েছে।

 

স্থানীয় পথচারী ও অটোরিকশা চালকরা জানান,কালভার্টটি ভেঙে যাওয়ায় পথচারী, ব্যাটারিচালিত ইজিবাইক, সাইকেল, রিকশা ঝুঁকি নিয়ে চলাচল করছে।

 

গাঙ্গাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান নয়ন জানান, কালভার্টের স্ল্যাব ধসে পড়ায় মানুষের দুর্ভোগ দেখে ভাঙা অংশে দুটি কাঠের তক্তা দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। শিগগির একটি নতুন কালভার্ট নির্মাণের জন্য প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে দাবি তাঁর।

 

নান্দাইল উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী শাহবো রহমান সজিব জানান, বিষয়টি খোঁজ নিয়ে খুব শিগগির সেখানে নতুন একটি কালভার্ট নির্মাণ করা হবে।

 

একুশে সংবাদ/আ.ব.প্র/জাহা

Shwapno
Link copied!