কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে উখিয়ার কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহর একান্ত সহকারী ও অর্থ সমন্বয়ক মো. এরশাদ প্রকাশ নোমান চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার দুপুরে কক্সবাজার র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব–১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।
এইচ এম সাজ্জাদ হোসেন জানান, নোমান চৌধুরী আরসার অর্থ সমন্বয়ক। গত বছরের ১৪ নভেম্বর সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং র্যাব-১৫ এর যৌথ অভিযানের সময় ডিজিএফআইয়ের কক্সবাজার শাখার স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদি হত্যাকাণ্ড এবং র্যাবের কনস্টেবল সোহেল বড়ুয়ার ওপর হামলার ঘটনায় নোমান জড়িত ছিলেন। এ ছাড়াও তিনি হুন্ডির মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরসার জন্য প্রেরিত অর্থের প্রধান সমন্বয়ক হিসেবেও কাজ করেন এবং প্রাপ্ত অর্থ আরসার বিভিন্ন ক্যাম্প কমান্ডারদের কাছে পৌঁছে দিতেন। আরসা`র জন্য ইউনিফরমের কাপড়, ওষুধ সামগ্রী, ওয়াকিটকি, ল্যান্ড মাইন এবং অন্যান্য সরঞ্জামাদি কেনা-কাটাও তিনি করতেন।
র্যাব কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তার নোমান ২০১৬ সালের ৯ অক্টোবর মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মংডু অঞ্চলের সদর দপ্তরে হামলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সেখানে তিনি অস্ত্র লুট ও ১৪ জন জওয়ান হত্যার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন।’
নোমানের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :