পাবনার ভাঙ্গুড়ায় ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন মারুফ আল-ইমরান (১৬) নামের এক মাদরাসা ছাত্র। তাকে কোথাও খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার পরিবারের লোকজন।
নিখোঁজ মারুফ আল-ইমরান ভাঙ্গুড়া উপজেলার চর-ভাঙ্গুড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। সে স্থানীয় হযরত আলী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, গত মাসের ২৪ সেপ্টেম্বর রোববার বিকেলে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মারুফ। পরদিন সোমবার তাঁরা জানতে পারেন মারুফ তার মাদ্রাসা যায়নি। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন ধারণা করেছিল, মারুফ হয়তো কোনো বন্ধু বা আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছেন। কিন্তু ১০ দিনেও মারুফের কোনো খোঁজ খবর মেলেনি।
এদিকে নিখোঁজ মারুফকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে গত রোববার ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ মারুফ আল- ইমরানের চাচা মোঃ আব্দুল আলিম বলেন, `মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মারুফ নিখোঁজ হয়েছে।এতোদিন হয়ে গেল, ওর কোনো খোঁজ পাচ্ছিনা। বাড়িতে কোনো ঝগড়াঝাটিও হয়নি যে অভিমান করে থাকবে। এ নিয়ে আমরা পরিবারের সবাই খুব দুশ্চিন্তায় আছি।`
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব রাশিদুল ইসলাম একুশে সংবাদ.কমকে বলেন, ‘নিখোঁজ মারুফকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।`
একুশে সংবাদ/শ.স.প্র/জাহা
আপনার মতামত লিখুন :