রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে শ্যামল দত্ত নামে এক জেলের জালে ৪৪ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ৫৭ হাজার টাকা।
বুধবার (৪ অক্টোবর) দৌলতদিয়া ৬ নং ফেরিঘাটে দুলাল মন্ডলের আড়ৎ এ মাছটি নিয়ে আসলে উন্মুক্ত নিলামে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে স্থানীয় যৌথ মৎস ব্যবসায়ী নুরু ও আজগর কিনে নেন।
এসময় জেলে শ্যামল দত্ত জানান, অন্যান্য দিনের মতো তিনি তার লোকজন নিয়ে ৭ নং ফেরিঘাটের অদূরে পদ্মায় মাছ ধরতে যান। পদ্মা-যমুনার মোহনায় মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য ফেরিঘাটে দুলাল মন্ডলের মৎস আড়তে নিয়ে আসি। মাছটি উন্মুক্ত নিলামে বিক্রি হয়।
মৎস্য ব্যাবসায়ী আজগর বলেন, পদ্মা নদীর ৪৪ কেজি ওজনের মাছটি ১ হাজার ২৫০ টাকা দরে ৫৫ হাজার টাকা দিয়ে ক্রয় করেছি। পরে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১৩`শ টাকা দরে ৫৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।
একুশে সংবাদ/জ.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :