AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি


ফরিদপুরে ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

প্রাইভেট কারে বিশেষ কৌশলে লুকায়িত ফেনসিডিল পরিবহন কালে ফরিদপুর জেলার কোতোয়ালি এলাকা হতে ১৪৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

 

বুধবার (৪ অক্টোবর) র‍্যাবের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।এসময় তাদের কাছ থেকে ফেনসিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ৪টি মোবাইল ফোন ও নগদ বিশ হাজার তিনশত টাকা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর থানাধীন নীলমনিগঞ্জ বাজার সংলগ্ন মো. হাবিবুর রহমান ওরফে রাজিব (৩৯) এবং একই থানাধীন সাতগারি এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে মো. পলাশ (২৫)।

 

গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে চুয়াডাংগা থেকে একটি প্রাইভেট কারে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তাৎক্ষনিক ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর দিগনগর তেঁতুল তলা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়ি তল্লাশি শুরু করে। গাড়ি তল্লাশির একপর্যায় উক্ত মাদক পরিবহনকারী প্রাইভেটকারটি চেক পোস্টের সামনে আসার সাথে সাথে গাড়িটিকে সিগনাল দিয়ে থামিয়ে প্রাইভেটকারের ড্রাইভার ও গাড়িতে বসে থাকা অপর ব্যক্তির নাম ও ঠিকানা এবং যাওয়ার গন্তব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন ধরনের এলোমেলো কথাবার্তা বলে।

 

ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের নাম ও ঠিকানা প্রকাশ করে এবং তাদের গাড়িতে ফেনসিডিল আছে বলে স্বীকার করে। পরে উক্ত প্রাইভেট কারের ভিতরের কেভিন থেকে তারা দুইটি ব্যাগের মধ্যে থেকে আনুমানিক দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা মূল্যের ১৪৩ বোতল ফেনসিডিল বের করে দেয়।

 

র‍্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেট কারযোগে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

একুশে সংবাদ/স.চ/না.স

Link copied!