AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পর ছিনতাই, আহত দুই পুলিশ সদস্য


ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পর ছিনতাই, আহত দুই পুলিশ সদস্য

বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তারকৃত আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

 

গত বুধবার রাত্র ১২টার দিকে উপজেলার মুন্ডপাশা গ্রামে আসামি ছিনিয়ে নেওয়ার সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্য হলেন- উজিরপুর মডেল থানার এএস আই হাবিবুর রহমান,ও কনেস্টবল রাসেল।

 

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এরপর তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয়। এ ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করেন পুলিশ।

 

এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহম্মেদ জানান,দুই জন পুলিশ সদস্য মুন্ডপাশা গ্রামের বাদশা সরদার কে গ্রেফতার করতে যায়। তার বিরুদ্ধে পিরোজপুর মহিষ চুরির মামলা ছিল। ওই মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী বাদশা। মডেল থানার এএস আই হাবিবুর ও কনেস্টবল রাসেল পৌরসভার ৩ নং ওয়ার্ডে গুচ্ছ গ্রামে অভিযান চালালে। বাদশা স্ত্রী চম্পা বেগম তার স্বামীকে পুলিশের হাত থেকে রক্ষা করতে  অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেন। এ এস আই হাবিবুর ও কনেস্টবল রাসেল গুরুত্বর আহত হয়। পরে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার দেয়। এই সুযোগে ওয়ারেন্টভুক্ত আসামী বাদশা পালিয়ে যায়।

 

এ ঘটনায় উজিরপুর মডেল থানা এসে এএস আই হাবিবুর বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন এবং বাদশা সরদার স্ত্রী চম্পা বেগমকে গ্রেপ্তার করেন। 


তবে ছিনিয়ে নেওয়া আসামীকে আর খুঁজে পাওয়া যায়নি। ছিনিয়ে নিয়ে আসামী ধরার অভিযান চলমান আছে।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!