ধর্মীয় বাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই ও ধর্ম যার যার রাষ্ট্র সবার এই দুুটি স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যশোরের ঝিকরগাছা শাখার আয়োজনে সম্প্রতি প্রতিশ্রুত জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকারসমূহ চলতি অক্টোবর মাসেই বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর সদরের উপজেলা মোড়ে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে সমাবেশ ও বাজারের মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যশোরের ঝিকরগাছা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মৃনাল কান্তি দত্ত, দপ্তর সম্পাদক অধ্যাপক অশোক দাস, অর্থ বিষয়ক সম্পাদক মিলন দাস, সাংগাঠনিক সম্পাদক ফিলিপ রমেশ বিশ্বাস, দপ্তর সম্পাদক অধ্যাপক অশোক দাস, তথ্যযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কুমার দাস, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জয়দেব দাস, জনি, জয়দেব, বাবলু, পলাশ, বৃন্দাবন পাল, ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক পার্থ রায়, সাধারন সম্পাদক অমিত দত্ত, সদস্য সচিব অমিত দত্ত সহ উপজেলা ও ১১ টি ইউনিয়নের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :