গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবের বিরুদ্ধে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থিরা।
রোববার (৮ অক্টোবর) সকালে জেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্ররা প্রতিষ্ঠানের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করে।
পরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করে বিক্ষোভকারী শিক্ষার্থিদের ক্লাসে ফেরার অনুরোধ করেন।
প্রসঙ্গত` গত ২৩ জুলাই গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থির র্স্পশকাতর স্থানে হাত দেয়াসহ বিভিন্ন অনিয়ম এবং দুর্নিতির প্রতিবাদে শিক্ষার্থি অভিভাবকসহ রাস্তায় দাড়িয়ে অবোরধ কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে বদলী করে সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে।
গত ৪ অক্টোবর সেখানে যোগদান করেন এবং তার পরদিনই প্রধান শিক্ষকের সাবেক কর্মস্থলের একজন মহিলা শিক্ষিকাসহ সকাল সাড়ে ৬ টার সময় তার কক্ষে অপ্রিতিকর অবস্থায় পাওয়া যায়। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবের শাস্তির দাবিতে এ বিক্ষোভ করে।
একুশে সনবাদ/ম.সা.প্র/জাহা
আপনার মতামত লিখুন :