AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালথায় ডেঙ্গুতে প্রাণ গেল আরোও এক যুবকের


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৫:৩৭ পিএম, ৮ অক্টোবর, ২০২৩
সালথায় ডেঙ্গুতে প্রাণ গেল আরোও এক যুবকের

ডেঙ্গু  আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের সালথার মো. ইমরান মোল্যা (৩০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (০৮ অক্টোবর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

ইমরান ইমরান মোল্যা উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের মো. সালাম মোল্যার ছেলে।

এর আগে শনিবার (০৭ অক্টোবর) রাত ৮ টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাত ১০ টার দিকে মো. ইমরান মোল্যা নামে এক যুবক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮ টার দিকে মারা যান তিনি।

ফরিদপুর সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২‍‍`শ ৯৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭‍‍`শ ৯১ জন।

সিভিল সার্জন আরো জানান, ফরিদপুরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৭১ জন রোগী। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৪‍‍`শ ৩৮ জন। এর মধ্যে ১৩ হাজার ৫‍‍`শ ৭৬ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৯১ জন রোগী।

উল্লেখ্য, কয়েকদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে শাহ আলম ও মো. শামসুল নামে সালথার দুই যুবকের মৃত্যু হয়।


একুশে সংবাদ/স ক 

Link copied!