তিন দাবীতে কর্মবিরতি পালন করছেন, কোটচাঁদপুর সরকারি কলেজে কর্মরত বে-সরকারি কর্মচারীরা। মঙ্গলবার (১০ অক্টোবর) থেকে এ কর্মবিরতি পালন করছেন তারা।
জানা যায়, বাংলাদেশ সরকারি কলেজে কর্মরত বেসরকারি তিন দাবী কর্মবিরতি পালন করছেন।
তিন দাবীর মধ্যে রয়েছে- সরকারি কলেজে বেসরকারী কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে, চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করতে হবে, এ ছাড়া বহুদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধ করতে হবে।
এ সব দাবী আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় কোটচাঁদপুর সরকারি কলেজে কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।
এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন,সংগঠনের সভাপতি খোন্দকার আমিন, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন,খোন্দকার কামরুল হাসান, খোন্দকার তুহিন, সাগর আহমেদ, শাহিনুর রহমান,মিঠু রহমান, আমির হোসেন।
একুশে সংবাদ/স.ক.প্র/জাহা
আপনার মতামত লিখুন :