পঞ্চগড়ের বোদায় নার্সারী বাগান হতে বিভিন্ন প্রজাতির গাছ নষ্ট করেছে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা। সোমবার (৯ অক্টোবর) উপজেলার সাকোয়া ইউনিয়নের নয়াদিঘী ফরেয়াপাড়া গ্রামের ঈমান আলীর বাড়ির পাশের নার্সারী বাগানে ঘটনাটি ঘটেছে।
দৃবৃর্ত্তরা নার্সারী বাগানটি নষ্ট করার জন্য উক্ত নার্সারীতে থাকা মেহগণী, লটকন, কাঠালসহ বিভিন্ন প্রজাতির ১৫ হাজার চারাগাছ ভেঙ্গে ফেলে। যার মূল্য প্রায় পনের লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে নার্সারী মালিক ঈমান আলী মঙ্গলবার বোদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বোদা থানার পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন।
একুশে সংবাদ/ল.ম.প্র/জাহা
আপনার মতামত লিখুন :