জামালপুরের ইসলামপুরে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা গ্রামের ১৭টি আশ্রিত পরিবারের খোঁজ খবর নেন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোক্তার হোসেন, নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) আশরাফ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। কেউ যাতে গৃহহীন না থাকে সেই লক্ষেই সরকার কাজ করে যাচ্ছে। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও অগ্রগতিও তুলে ধরেন।
একুশে সংবাদ/ল.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :