সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃষক মাহমুদুল হাসান নয়ন, আগাম টমেটো আবাদে বেশী লাভের স্বপ্ন বুনছেন। তিনি সকাল-বিকেল দুবেলা এর আবাদে জমিতে খাটুনি করছেন। উপজেলার সলঙ্গা ইউনিয়নের চরবেড়া মাঠে ২৫ শতক জমিতে উন্নত জাতের টমেটো ফসলের আবাদ করেছেন তিনি। পুরো জমিতে প্রায় এক হাজার ৬০০ চারা লাগিছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এক মাস বয়সী অনেক টমেটো গাছে ফুল এসেছে। তিনি বলেন, বেশী হারে ফলনশীল উন্নত জাতের টমেটো চারা জমিতে লাগিয়েছেন। আগাম টমেটো আবাদ নিজ আগ্রহে করেছেন। প্রতিদিন সকাল ও বিকেল দুবেলা জমিতে গাছের
পরিচর্যা করেন বলে জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, উপজেলার আরো কয়েক এলাকায় মাঠে কৃষকেরা আগাম টমেটো ফসলের আবাদ করেছেন। তার বিভাগ থেকে সব ধরণের ফসলের আবাদে কৃষকদেরকে দরকারী নানা সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়।
একুশে সংবাদ/স.স.প্র/জাহা
আপনার মতামত লিখুন :