নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দূর্গাপুজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টবর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি অঞ্জন কুমার দাসের সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ওসি তারেকুর রহমান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা হ্যাপি, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম, আনছার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটির সভাপতি-সাধারন সম্পাদক প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন, আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনে উপজেলায় একটি ভিজিলেন্স টিম থাকবে। পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পুলিশের পাশাপাশি আনছার ভিডিপি ও গ্রাম পুলিশ মিলে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এছাড়া জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক মন্দির কমিটি রুটিন মাফিক ছবিযুক্ত স্বেচ্ছাসেবক টিম মন্দিরে দায়িত্ব দিবেন।
শেষে অসুস্থ্য বৃদ্ধাকে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল হতে ৫০ হাজার টাকার চেক এবং এমপির নিজস্ব তহবিল হতে ৩ হাজার টাকা করে ৪৮ মন্দিরে অনুদান দেন।
একুশে সংবাদ/বিএইচ/এসআর
আপনার মতামত লিখুন :