AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০১:১৮ পিএম, ১৫ অক্টোবর, ২০২৩
বাউফলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই

পটুয়াখালীর  বাউফলে ভ্রাম্যমান আদালতের উপর হামলা চালিয়ে ৩ মাছ ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়া হয়েছে।  শনিবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার  কালিশুরী ইউনিয়নের কুমারখালী বাজারে এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষেধাজ্ঞা শুরুর পর প্রতিদিন কুমারখালী বাজারের কিছু অসাধু ব্যবসায়ী নদী থেকে মাছ এনে বিক্রি করছে। এ খবর পেয়ে ভ্রাম্যমান আদালত শনিবার বিকালে ওই বাজারে অভিযান চালিয়ে ফারুক ও সোহেলসহ ৩ জন মাছ ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন। আটককৃত ৩ মাছ ব্যবসায়ীকে থানায় নেয়ার জন্য পুলিশের গাড়িতে তোলার সময় স্থানীয় গ্রাম পুলিশ চুন্নুর নেতৃত্বে ৮/১০ জন পুলিশের গাড়িতে হামলা চালিয়ে জোড়পূর্বক আটককৃত ৩ মাছ ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আরিফুল নামের এক পুলিশ কনষ্টেবল আহত হয়।

স্থানীয় একটি সূত্র জানায়, বাজারের ইজারাদার ছত্তার ফকির, গ্রাম পুলিশ চুন্নু ও স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক ফকিরের সেল্টারে ওই বাজারে নিয়মিত মাছ বিক্রি করা হয়। সরকারি নির্দেশনা উপেক্ষা করে ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাছের ব্যবসা করছে। তবে আসামি ছিনতাই ও মাছ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বশির গাজী বলেন, আসামি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হুমায়ুন কবির নামের একজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় ভ্রাম্যমান আদালতের কাছ থেকে যারা আসামি ছিনিয়ে নিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

একুশে সংবাদ/বিএইচ/এসআর
 

Link copied!