AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে সিসা তৈরির কারখানায় অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রাজবাড়ী
০৫:১৫ পিএম, ১৫ অক্টোবর, ২০২৩
রাজবাড়ীতে সিসা তৈরির কারখানায় অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা, মালামাল জব্দ ও ৪ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১৫ অক্টোবর) দুপুরে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান।

এলাকাবাসী বলেন, প্রায় ২০-২৫দিন পূর্বে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া এলাকায় কারখানা স্থাপন করেন নওগাঁর শহিদুল ইসলাম। এখানে ২০-২৫জন শ্রমিক দিয়ে রাতের বেলায় পুরাতন ব্যাটারী জ্বালিয়ে সিসা তৈরী করে আসছিলেন তারা। এতে বিষাক্ত ধোঁয়ায় এলাকার ফসল, গরু-ছাগল ও মানুষের ক্ষতি হচ্ছিল। বিষয়টি নিয়ে এ অবৈধ কারখানা বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন তারা।

এ প্রসঙ্গে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বলেন, এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশের সহযোগিতায় অবৈধ ভাবে সিসা তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, মালামাল জব্দ ও ৪ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ/এসআর

Link copied!