রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা, মালামাল জব্দ ও ৪ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৫ অক্টোবর) দুপুরে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান।
এলাকাবাসী বলেন, প্রায় ২০-২৫দিন পূর্বে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া এলাকায় কারখানা স্থাপন করেন নওগাঁর শহিদুল ইসলাম। এখানে ২০-২৫জন শ্রমিক দিয়ে রাতের বেলায় পুরাতন ব্যাটারী জ্বালিয়ে সিসা তৈরী করে আসছিলেন তারা। এতে বিষাক্ত ধোঁয়ায় এলাকার ফসল, গরু-ছাগল ও মানুষের ক্ষতি হচ্ছিল। বিষয়টি নিয়ে এ অবৈধ কারখানা বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন তারা।
এ প্রসঙ্গে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বলেন, এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশের সহযোগিতায় অবৈধ ভাবে সিসা তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, মালামাল জব্দ ও ৪ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ/এসআর
আপনার মতামত লিখুন :