AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে খাস জমিকে কেন্দ্র করে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা


রাজবাড়ীতে খাস জমিকে কেন্দ্র করে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ মহাজনকে (৪৫) গড়াই নদীর জেগে ওঠা চরের খাস জমিকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আজিজ মহাজন কোনাগ্রামের মৃত আজের আলী মহাজনের ছেলে।

রবিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহতের বড় ভাই মো. আব্দুর রহমান জানান, আজিজ রোববার রাত ৭টার দিকে পার্শ্ববর্তী গ্রাম বড়াবিলা থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে আসছিল। পথে বাঁশ ফেলে গতিরোধ করে তাকে রড দিয়ে প্রথমে কোনাগ্রাম এলাকার শাহাদত হোসেনের ছেলে সাজিদ রাফি মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এরপর কোনাগ্রাম এলাকার জাকির মন্ডলের ছেলে ইরান মন্ডল, আনোয়ার মন্ডলের ছেলে নিশাত মন্ডল, মৃত মালেক মহাজনের ছেলে রেজাউল মহাজনসহ অজ্ঞাত আরও ৭-৮ জন তাকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। গড়াই নদীর খাস জমির বিরোধকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

একুশে সংবাদ/বিএইচ/এসআর

Link copied!