AB Bank
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদ্যুতায়িত হয়ে কোটচাঁদপুরে দুই জনের মৃত্যু


বিদ্যুতায়িত হয়ে কোটচাঁদপুরে দুই জনের মৃত্যু

কোটচাঁদপুরে বিদুতায়িত হয়ে দ্বিতল ভবনের ছাদ পড়ে মারা গেছেন, দুই বিদ্যুৎ মিস্ত্রি। সোমবার (১৬-১০-২৩) সকালে ঘটনাটি ঘটেছে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বাবলু মিয়ার বাড়িতে।

মৃতের আত্মীয় মিন্টু মিয়াবলেন,কোটচাঁদপুর বাবলু মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় বিদ্যুৎতের কাজ করছিল আজিম হোসেন ও মহাসিন আলী। অসাবধানতা বশত বিদ্যুৎতের লাইনে জড়িয়ে গুরুত্বর আহত হন দুই জন বিদ্যুৎ মিস্ত্রি। এ সময় স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে,কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আজিম হোসেন (২৭)কে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত মহাসিন আলী (৩০)কে যশোর হাসপাতালে রেফার্ড করেন। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান  মহাসিন আলীও।

আজিম কোটচাঁদপুরের বলুহর গ্রামের আমজাত হোসেনের ছেলে। আহত মহাসিন আলী মহেশপুরের আলামপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে।

জানা যায়, তারা দুইজন কোটচাঁদপুরের হায়দার মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাব্বির আহম্মেদ বলেন, বিদুৎয়ায়িত হয়ে গুরুত্বর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জনকে আনা হয়। এদের মধ্যে একজন কিছুক্ষন পর মারা যায়। অন্যজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম বিদ্যুৎয়ায়িত হয়ে মারা গেছেন। মরাদেহের সুরতহাল করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একুশে সংবাদ/বিএইচ/এসআর

Link copied!