AB Bank
ঢাকা শনিবার, ০৬ জুলাই, ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘জীবন মানে সংগ্রাম, আমি হেরে গেলাম’


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কক্সবাজার
০৩:০০ পিএম, ১৬ অক্টোবর, ২০২৩
‘জীবন মানে সংগ্রাম, আমি হেরে গেলাম’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে মিজানুর রহমান (২৬) নামে এক যুবক  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

রোববার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালীরে এক বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

 

মিজানুর রহমান উজানটিয়া ইউনিয়নের সুতাচোরা এলাকার আশেক এলাহির ছেলে। তিনি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী ভাড়া বাসায় থাকতেন।

 

সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে ফেসবুক পোস্টে মিজানুর লেখেন— ‘বাবা তোমার কথা রাখতে পারলাম না, জীবন মানে সংগ্রাম, আমি হেরে গেলাম, পারলে ক্ষমা করবেন। স্বপ্নগুলো পূরণ হলো না’। এর পর ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে স্থানীয় অনেকে এটাকে রহস্যজনক মৃত্যু বলছেন।

 

মিজানুরের বাবা আশেক এলাহি বলেন, রোববার সকালে বাড়ি এসে বলে আমি ওমান যাবো এক লাখ টাকা দাও। আমি গরু বিক্রি করে এক লাখ টাকা দিবো বলেছি। সে ভিসা প্রসেসিং করছে এবং মেডিকেল দিয়েছে। এরপরও কেন আত্মহত্যা করেছে বুঝে উঠতে পারছি না।

 

পেকুয়া থানার ওসি মো. ওমর হায়দার যুগান্তরকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/জ.য.প্র/জাহা

Link copied!