সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জ্বল হোসেন। এতে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম অতিথি হয়ে উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ, সাধারণ সম্পাদক রতন সরকার প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ/এসআর
আপনার মতামত লিখুন :