গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী (২০) তাঁর স্বামীর (২৬) পুরুষাঙ্গ কেটে দিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার গভীর রাতের ওই ঘটনার পর থেকে প্রথম স্ত্রী পলাতক রয়েছেন। গুরুতর আহত ওই যুবককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী যুবকের বড় ভাই বলেন, সাত বছর আগে ছোট ভাইয়ের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গত শনিবার রাতে দ্বিতীয় বউ হিসেবে সে এক মেয়েকে বাড়িতে নিয়ে আসে। পরে রাতে তার আগের স্ত্রী ওই ঘটনা ঘটায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলেন, স্বামী দ্বিতীয় বিয়ে করায় ক্ষোভ থেকেই প্রথম স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন। তবে বর্তমানে ওই যুবক ভালো আছেন।
এ বিষয়ে জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামা বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :