AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে নেই খাবার পানির সংকট, স্বস্তিতে আদিবাসী পল্লীর মানুষ


Ekushey Sangbad
তানোর উপজেলা প্রতিনিধি, রাজশাহী
০৭:৫১ পিএম, ১৬ অক্টোবর, ২০২৩
তানোরে নেই খাবার পানির সংকট, স্বস্তিতে আদিবাসী পল্লীর মানুষ

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার নাগরিকদের খাবার পানির সংকট দূর করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মেয়র সাইদুর রহমান। বরেন্দ্র অঞ্চলের খরাপ্রবন এলাকা হিসেবে পরিচিত রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা। খাবার পানির জন্য হাহাকারের মত অবস্থা ছিল। পানির একমাত্র ব্যবস্থা ছিল পেট্রোল পাম্পের মটর। সেখান থেকে পানি নিতে পরিবার প্রতি গুনতে হত ২৫০ টাকা করে, তাও ইচ্ছেমত পানি আনতে পারত না। সেই সমস্যা দূর করতে তিনটি বরিং বসিয়ে সাপ্লাই লাইন করে দেয়া হয়েছে। এতে করে চরম স্বস্তিতে আদিবাসী পল্লীর জনসাধারণ।

জানা গেছে, দীর্ঘ কয়েক যুগ ধরে খাবার সুপিয় পানির সংকটে ভুগছিল মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর ও মাহালী পাড়া আদিবাসী সম্প্রদায়ের জনসাধারণ। ভোটের আগে শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি দিলেও খাবার পানির সুব্যবস্থা করেননি কোন জনপ্রতিনিধি। কিন্তু মেয়র হিসেবে নির্বাচিত হয়ে সাইদুর রহমান কিভাবে খাবার পানির ব্যবস্থা করা যায় সেটি নিয়ে অভিজ্ঞ মহলের সাথে ও ভূগর্ভস্থ পানি বিশেযজ্ঞদের দারস্থ হন। কারণ, মুন্ডুমালা পৌর এলাকায় ভূগর্ভের পানি নেই বললেই চলে। তানোর পৌর সদর এলাকায় ১৭০/১৮০ ফিটের মধ্যে ভূগর্ভ থেকে পানি পাওয়া যায়। কিন্তু মুন্ডুমালা পৌর এলাকায়  এর দ্বিগুণ খনন করেও পানি মিলেনা। সেই অসাধ্য কে সাধন করে তিনটি বরিংয়ের মাধ্যমে প্রায় সাড়ে তিন শ‍‍`র অধিক পরিবারকে খাবার পানির ব্যবস্থা করে দিয়েছেন মেয়র।

সুপেয় পানির ব্যবস্থা করে মেয়র তার ফেসবুক আইডিতে লিখেন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সুপিয় খাবার পানির ব্যবস্থা করা। মহান আল্লাহ তায়ালার অশেষ মেহের বানিতে পাঁচন্দর ও মাহালী পাড়া আদিবাসী পল্লীর জনসাধারণের খাবার পানির ব্যবস্থা করতে পেরেছি। পর্যায়ক্রমে প্রতিটি গ্রামে সুপিয় খাবার পানির ব্যবস্থা করা হবে।

গত রবিবার খাবার পানি সাপ্লায়ের উদ্বোধন করে আদিবাসী জনসাধারণের সাথে মতবিনিময় করেন মেয়র সাইদুর রহমান।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় পরিক্ষা নিরিক্ষা করে ৪০০ ফিট খনন করে তিনটি বরিং বসানো হয়েছে। পৌরসভা ও ডেষ্কো এবং বাংলাদেশ এনজিওর প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দে বরিং ট্যাংক ও সাপ্লাই লাইন দেয়া হয়েছে। প্রায় সাড়ে তিনশোর অধিক পরিবার সুপিয় পানির সুবিধা পাবেন। পর্যায়ক্রমে পৌর এলাকার প্রতিটি ঘরেঘরে সুপিয় খাবার পানির ব্যবস্থা করা হবে। কারণ, পৌরবাসী অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে যে আসায় আমাকে মেয়র নির্বাচিত করেছেন, আমি যেন তাদের আসাগুলো পুরুন করতে পারি এটাই আমার কামনা।

একুশে সংবাদ/এসআর

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!