ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবীদের প্রতি সংহতি জানিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন সর্বদলীয় তৌহিদি জনতা।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাদ্রাসা মসজিদ মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ঈদগাহ মাদ্রাসা মাঠ থেকে শুরু করে একটি মিছিল ফরিদপুর-বরিশাল মহাসড়ক ও ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব গোল চত্বর হয়ে ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব মুফতি গোলাম কবির মোনাজাত দিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি করেন। মোনাজাতে ফিলিস্তিনিদের বিজয় তথা মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদিসকে হেফাজত করা, তামাম মুসলিম জাহানের উম্মতের শান্তি চেয়ে মোনাজাত পরিচালনা করেন।
এতে ভাঙ্গা উপজেলার সর্বদলীয় তৌহিদি জনতার পক্ষে সভাপতিত্ব করেন বিক্ষোভ সমাবেশের আহবায়ক ভাঙ্গা রহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল খায়ের সেলিম। তিনি ইসরায়েলের সকল পণ্য বর্জন করার ঘোষণা দেন। তিনি আরো বলেন, যুগের পর যুগ ইসরায়েলিদের দখলদারিত্ব, গণহত্যা, বর্বরতাকে প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। তারা প্রমাণ করেছে তাদের মুখে মানবাধিকার গণতন্ত্র স্বাধীনতার কথা বলা এটা ভন্ডামি ছাড়া আর কিছুই না। আমরা এর জোরালো প্রতিবাদ জানাই এবং ফিলিস্তিনিদের পক্ষে সংহতি প্রকাশ করি।
ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুল্লাহ সিরাজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিক্ষোভ সমাবেশের যুগ্ম আহ্বায়ক ভাঙ্গা একামতেদ্বীন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মৃধা।
তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ তাদের নিজের ভূমিতে নিজেরাই দুর্বিষহ জীবন যাপন করছেন। ইসরায়েল আজ গাজায় পানি, বিদ্যুৎসহ নানা সুবিধা বন্ধ করে একটি মরণকূপে পরিণত করেছে। সেখানকার মানুষ আজ মানবেতর জীবন যাপন করছেন মুসলিম হিসেবে তাদের পাশে দাঁড়াতে হবে, বেদখলকৃত ফিলিস্তিনি ভূমি থেকে ইসরায়েলিদের চলে যাওয়া বা বিতাড়িত করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে ঘোষণা দিয়েছেন আমরা তাকে ধন্যবাদ জানাই। তিনি বিশ্ব মুসলিমকে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান। থানা প্রশাসন সহযোগিতা করার জন্য তাদেরকেও ধন্যবাদ জানান।
আরো বক্তব্য দেন, ভাঙ্গা উপজেলা আ`লীগের পৌর সাধারণ সম্পাদক ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সোবহান মুন্সী, ভাংগা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী আবু জাফর মুন্সী, মাওলানা তাবলীগ জামাতের আমির মাওলানা মাসুদ প্রমুখ।
একুশে সংবাদ/সা.শ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :