মা ইলিশ রক্ষা পেলে দেশে প্রচুর ইলিশ মেলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষে ১২ অক্টোবর হতে ০২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ ধরা থেকে বিরত জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়ন পরিষদে ১৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে আদারভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব রেজুয়ান পারভেজ সেমির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মা ইলিশ সংরক্ষণে পরামর্শ মূলক বক্তব্য রাখেন ও ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন।
এসময় ট্যাগ অফিসার এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন সমাজকর্মী আনিস আহম্মেদ, প্যানেল চেয়ারম্যান সামিউল ইসলাম জলিলসহ ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যগণ ও উপকারভোগী জেলেরা।
একুশে সংবাদ/বিএইচ/এসআর
আপনার মতামত লিখুন :