পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা জনসাস্থ্য প্রকৌশলীর অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে (১৭ অক্টোবর) বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে এক শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বর এসে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী সরকারি কলেজের প্রভাষক রবিন মুখোপাধ্যায়, জনস্বাস্থ্য প্রকৌশলী ফয়সাল খান, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ কর, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ইউপি সদস্য আশরাফুল ইসলাম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাত হচ্ছে বিভিন্ন রোগের বাহক এবং আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের কাজ এই হাতের মাধ্যমে সম্পাদন করে থাকে। তাই নিয়মিত সাবান পানি ব্যবহারের মাধ্যমে আমাদেরকে সব সময় হাত পরিষ্কার রাখতে হবে। পরে সাবান পানির মাধ্যমে হাত ধোয়ার কৌশল সকলকে প্রদর্শনী করে দেখানো হয়।
একুশে সংবাদ/বিএইচ/এসআর
আপনার মতামত লিখুন :