ফরিদপুরের বোয়ালমারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান উদ্ভোধন হয়েছে।
বৃহস্পতিবার (১৯.১০.২৩)সকাল ১১.৩০ মিনিটে উপজেলা কৃষি অফিসের আয়োজন উপজেলা পরিষদের মিলনায়তনে ৬ হাজার৪ শত৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ।
বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মো: মোশারেফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাচান । এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ রাসেল রেজা ভাইস চেয়ারম্যান বোয়ালমারী, মোসা: রেখা পারভিন।
এছাড়া উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকতা স্বপন কুমার বিশ্বাস, মো: আবু বক্কর সিদ্দিকী, মো: তুরাণ মোল্লা, মো: ইরান হোসেন, বিপ্লব কুমার দাস, অভিজিৎ বিশ্বাস, খন্দকার ইমরান হোসেন, মোসাঃ,রজিনা পারভীন, জামিলা বেগম, নিপা মজুমদার, প্রনব বসু, মোঃ রাজু আহমেদ খান উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা প্রমুখ ও কৃষক রুস্তম সেখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক চাষীকে ১ কেজি সরিষা, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।
একুশে সংবাদ/বিএইচ/এসআর
আপনার মতামত লিখুন :