সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে এবং (আরইএলআই) প্রকল্পের সহযোগীতায় মেধাবী ও দরিদ্র ৪৫ জন শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তির চেক বিতরনী করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসডিএফ এর জেলা ব্যবস্থাপক মো: আহসানুল আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মসেন সিংহ, আঞ্চলিক ব্যবস্থাপক কামাল উদ্দিন, চৌমুহনী সরকারী এস এ কলেজের সাবেক অধ্যক্ষ জেড এম ফারুকী প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন সরকারী ও বেসরকারী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন। এসডিএফ এর জেলা ব্যবস্থাপক মো: আহসানুল আলম খন্দকার বলেন, ৪৫ জন শিক্ষার্থীর মাঝে
প্রত্যেককে ২৪ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
এই উপবৃত্তি ৩ বছরে ৩ কিস্তিতে এসব শিক্ষার্থীদের মাঝে আরইএলআই প্রকল্পের মাধ্যমে প্রদান করা হবে। প্রকল্পটি দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ক্ষার্থীদের মাঝে এই শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
একুশে সংবাদ/বিএইচ/এসআর
আপনার মতামত লিখুন :