তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেট এর গুরুত্ব এই প্রতিপাদ্য সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মানব কল্যাণ পরিষদ এমকেপি যুক্ত প্রকল্পের আয়োজনে নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহযোগিতায় সারা দিনব্যাপী তথ্য মেলা ২০২৩ উদযাপিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে তথ্য মেলায় র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর।
এ সময় মানবকল্যাণ পরিষদের এরিয়া কো-অডিনেটর বিলকিস বেগম, এফএফ মনোয়ারা পারভীন, গোলাম রবাবনী, সবুরা বেগম ও সুইটি আক্তারসহ শিক্ষক/শিক্ষিকা, সাংবাদিক, ছাত্র/ছাত্রী ও নাগরিক সমাজ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় তথ্য জনগণের সুযোগ না বরং অধিকার তা নিয়ে আলোচনা কর হয়। আলাচনা শেষে তথ্য মেলায় স্কুল শিক্ষার্থীদের বিতর্ক, স্কুল থিয়েটার দলের নাটক প্রদশর্নী করা হয়।
একুশে সংবাদ/ল.ম.প্র/জাহা
আপনার মতামত লিখুন :