খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে কলা বোঝাই চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত ও ১ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের ব্যাঙমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এবং শান্তি পরিবহনের চালক পালিয়ে যায়।
ঘটনা সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ শান্তি পরিবহন ও খাগড়াছড়ি থেকে কলা বোঝাই করে ছেড়ে আসা চাঁদের গাড়ির সাথে ব্যঙমারা এলাকায় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মো. ইব্রাহীম চাদের গাড়ির চালক নিহত হয়।
নিতহ খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া এলাকার বাসিন্দা মো. আমির হামজার ছেলে । এসময় শান্তি পরিবহনে থাকা ৩০ জন যাত্রী আহত হয়। এলাকাবাসী আহতদের দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল ও মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। এ সংঘর্ষে শান্তি পরিবহনের সামনের একাংশ আংশিক ক্ষতি হলেও চাঁদের গাড়ি ধুমড়ে-মুচড়ে যায়।
এসময় ঢাকা - খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাটিরাঙ্গা থানা পুলিশ। পরে পুলিশ উভয় দিকের যান চলাচলের স্বাভাবিক ব্যবস্হা গ্রহণ করেন।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ ( ওসি ) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে একুশে সংবাদকে বলেন, শুনেছি চাঁদের গাড়ি চালক নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছার পূবের্ই স্থানীয়রা আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে অত্র থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :