আগামীকাল রোববার সারা দেশে হরতালের সমর্থনে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি। এ সময় তারা একটি বাসে আগুন দেয়।
শনিবার (২৮ অক্টোবর) রাতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মিছিলটি বের করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরতালের সমর্থনে শনিবার রাতে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মশাল মিছিল বের করে কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন। একপর্যায়ে কোনাবাড়ী কলেজগেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়।
কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন বলেন, ‘হরতাল সমর্থনে শান্তিপূর্ণভাবে মশাল মিছিল হয়েছে।’ তবে গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি অস্বীকার করে বাবুল বলেন, ‘আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে কে বা কারা কোনাবাড়ী কলেজগেট এলাকায় বাসে অগ্নিসংযোগ করেছে।’
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আশরাফ উদ্দিন বলেন, ‘হরতাল সমর্থনকারীরা দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়। আগুনে বাসটির ৫০ শতাংশ পুড়ে গেছে। এতে হতে কোনো ঘটনা ঘটেনি।’
এদিকে সাভারের হেমায়েতপুরেও একটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :