AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুরে সপ্তম দিনের মতো মহাসড়ক অবরোধ, পিকআপে আগুন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
০২:৫৭ পিএম, ৩০ অক্টোবর, ২০২৩
গাজীপুরে সপ্তম দিনের মতো মহাসড়ক অবরোধ, পিকআপে আগুন

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে টানা সপ্তম দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। এসময় তারা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন।

 

সোমবার (৩০ অক্টোবর) শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

পুলিশ জানায়, আজও সকাল ৯টা থেকে ২৩ হাজার টাকা মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবি তুলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করে। পরে তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে আরও কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা যোগ দেয়। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় উত্তেজিত একদল শ্রমিক একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়।

 

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশারাফ বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রেণের আনার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি।

 

শ্রমিকদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বর্তমান বেতন দিয়ে চলে না। তাই বাধ্য হয়ে মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।

 

একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

Link copied!