ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ যাত্রী।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে সদরঘাট নামক স্থানে সিলেট গ্রামী এম আর যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫৭৫৫১) নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের পশ্চিম পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার সিদ্দিম মিয়ার স্ত্রী সালেহা খাতুন (৪৫) নামের এক মহিলা যাত্রী নিহত হন।
দুর্ঘটনাটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে অবগত করলে শেরপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আশপাশের চিকিৎসালয় ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
সড়ক দুর্ঘটনার ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল দেব।
একুশে সংবাদ/সা.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :