লক্ষ্মীপুর মেঘনায় প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে কালিগঞ্জ সীমানা থেকে ৭ মণ ইলিশ, ৩ নৌকাসহ ১০ জেলেকে আটক করে।
এসময় ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে যার মূল্য ৫০ লাখ টাকা বলে মৎস্য কর্মকর্তারা জানান।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম ৩১ অক্টোবর (মঙ্গলবার) সকালে সাংবাদিকদের জানান, সোমবার বিকেল থেকে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ জেলে, ৩ টি নৌকা, ৭ মণ ইলিশ মাছ ও ৫ লাখ মিটার কারেন্ট আটক করে।
পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস ভ্রাম্যমান আদালত বসিয়ে ১০ জেলের মধ্যে ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ার তাদের ছেড়ে দিয়ে বাকী ৭ জনকে ৩ হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করে এবং জব্দকৃত মাছ গুলো এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করার নির্দেশ দেয়। কারেন্ট জাল গুলো নদীর পাশে পুঁড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, নৌ পুলিশের মজুচৌধুরী হাট শাখার ইনচার্জ আবু তাহের, স্থানীয় কোষ্টগার্ড কমান্ডার উপস্থিত ছিলেন।
নৌকাগুলো পরে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :