যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের নগরকান্দায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় দলীয় পতাকা উত্তলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এতে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী অ্যাডঃ জামাল হোসেন মিয়া।
এ্যাড: জামাল মিয়া বলেন, একাত্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রুরা সেদিন দেশমাতৃকার সেরা সন্তান জাতীয় এই চার নেতাকে শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি, কাপুরুষের মতো গুলিবিদ্ধ দেহকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করে একাত্তরের পরাজয়ের জ্বালা মিটিয়েছিল। ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনায় শুধু বাংলাদেশের মানুষই নয়, স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় বর্বরোচিত এ ধরনের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।
আলোচনা সভা শেষে জতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর আত্মার প্রতি মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :