" সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এবং “বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা” এ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় সমবায় ও সংবিধান দিবস পালিত হয়েছে।
শনিবার ( ৪ নভেম্বর) সকালে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটি শুরু হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালয়নে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ সরকার।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র রায় প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :