AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বপ্নের ট্রেন দেখে উচ্ছ্বসিত কক্সবাজারবাসী


Ekushey Sangbad
মো.শাহাদত হোছাইন, কক্সবাজার
১০:০৪ পিএম, ৫ নভেম্বর, ২০২৩
স্বপ্নের ট্রেন দেখে উচ্ছ্বসিত কক্সবাজারবাসী

প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার আইকনিক স্টেশনে আসছে একটি ট্রেন। ৮টি বগি ও একটি ইঞ্জিন নিয়ে ট্রেনটি রোববার (৫ নভেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম স্টেশন থেকে রওনা হয় এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় এটি কক্সবাজার পৌঁছে। ট্রেনটি স্টেশনে পৌঁছতেই সমবেত লোকজন শ্লোগানে শ্লোগানে অন্যতম এক পরিবেশের সৃষ্টি করে। নির্মাণ কাজ পরিদর্শন ও কোনো ত্রুটি রয়েছে কি না তা যাচাই করতে ট্রেনটি চট্টগ্রাম ছাড়ে। এতে পূর্বাঞ্চল রেলওয়ে এবং রেল পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন।

 

সূত্রে জানা গেছে, দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্প ২০১০ সালের ৬ জুলাই একনেকে অনুমোদন পায়। ২০১৮ সালে এই রেলপথ নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। পরে এক দফা বাড়িয়ে প্রকল্পের মেয়াদ করা হয় ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। এতে ব্যয় ধরা হয় ১৮ হাজার ৩৪ কোটি ৪৮ লাখ টাকা। প্রকল্পে ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে প্রকল্পের মেয়াদ বাড়লেও ব্যয় বাড়েনি। এ প্রকল্পের কাজ পুরোদমে চলায় নির্ধারিত সময়ের আগেই তা সমাপ্ত হতে যাচ্ছে। ২০১৬ সালের ২৭ এপ্রিল প্রকল্পটি ‘ফাস্ট ট্র্যাক প্রকল্প’ হিসেবে অন্তর্ভুক্ত হয়।  

 

সূত্রে আরও জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চালানোর জন্য প্রধান বাঁধা ছিল পুরনো কালুরঘাট সেতু। পরে বুয়েটের পরামর্শে সেটি সংস্কার করে ভারী ট্রেন চালানোর উপযোগী করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১ আগস্ট থেকে সেতুটির সংস্কার কাজ শুরু হয়। বর্তমানে কাজ শেষ পর্যায়ে এসে এখন সেতু দিয়ে ১৫ এক্সেল লোডের ইঞ্জিন চলাচল করতে পারে। শনিবার (৪ নভেম্বর) তিনটি ভিন্ন সিরিজের ইঞ্জিন দিয়ে এ সেতুতে ট্রায়াল রান সম্পন্ন করা হয়। ইঞ্জিন তিনটি শহর থেকে বোয়ালখালী অংশে যাতায়াত করে। এতে প্রাথমিকভাবে কোনো ত্রুটি পাওয়া যায়নি।

 

কক্সবাজারে আসা প্রথম ট্রেনের চালক মাহফুজুর রহমান জানান, কক্সবাজারে প্রথম ট্রেন চালিয়ে আসার সৌভাগ্য আমার হয়েছে। যেকোন ইতিহাসের অংশ হতে পারা বা সাক্ষি হতে পারা ভাগ্যের ব্যাপার। ইতিহাসের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। দীর্ঘ যাত্রায় আমার মোটেও ক্লান্তি লাগেনি। কারণ, যতদূর আসলাম উচ্ছ্বসিত জনতাকে দেখলাম, তারা স্বাগত জানাচ্ছে। আমাকে এই ট্রেন চালানোর দায়িত্ব দেওয়ায় আমার ডিপার্টমেন্ট প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

 

রেলওয়ে কর্মকর্তারা জানান, ৭ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রায়াল ট্রেন চালানোর কথা ছিল। তবে পরে এই সিদ্ধান্ত থেকে সরে আসে রেলওয়ে। একেবারে আগামী ১১ নভেম্বর এই রেলপথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের কথা রয়েছে। এর আগে গত ১৬ অক্টোবর দোহাজারী-কক্সবাজার রেললাইন পরিদর্শন করেছিলেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম। মন্ত্রী ওই দিন একটি ট্রলি দিয়ে দোহাজারী থেকে কক্সবাজার এসেছিলেন। তখন তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন রেললাইনের উদ্বোধন করবেন। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উদ্বোধন অনুষ্ঠান একদিন এগিয়ে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

 

এদিকে, ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬ টায় আইকনিক স্টেশনে পৌঁছলে উচ্ছ্বসিত হাজার হাজার জনতা মিছিল করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্লোগানে স্লোগানে ধন্যবাদ জানায়। অনেকে ট্রেনের সাথে ছবি ও সেলফি তুলে ইতিহাসের সাক্ষী হিসেবে ফেসবুকে পোস্ট করেন।

 

একুশে সংবাদ/শ.হ.প/জাহা

Link copied!