AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটের সাথে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ


সিলেটের সাথে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতর দিয়ে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন পাহাড়ি উঁচু এলাকায় ঢোকার সময় ট্রেনের ইঞ্জিন দুর্বল হয় থেমে যায়। এতে সিলেটের সাথে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ তথ্যটি নিশ্চিত করেন।

জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি উঁচু এলাকায় ঢোকার পর ইঞ্জিন দুর্বল হয়ে পড়ে। পরে ট্রেনটি পেছন দিকে চালিয়ে ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে। 

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন এনে পাহাড়িকা এক্সপ্রেসকে রশিদপুরে নিয়ে যাওয়া হবে। লাউয়াছড়া এলাকা উঁচু থাকায় ট্রেন চলতে পারেনি। সমতল এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস স্বাভাবিকভাবে চলতে পাড়বে। ট্রেনটি সরানো হলে রেলযোগাযোগ স্বাভাবিক হবে।

 

একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

Link copied!