AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‍‍`ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটি‍‍`র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) রাত ৭ টায় ইউনিটির অফিস কক্ষে পবিত্র কুরআন তেলাওয়াত ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর অনুষ্ঠানে আসা অতিথিদের বক্তব্যের মাধ্যমে রিপোর্টার্স ইউনিটির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। অতিথিগণ তাদের বক্তব্যে সাংবাদিকতার নীতি নৈতিকতা, আদর্শিকতা, তথ্যবহুল, সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতির বিবেক হিসেবে যথাযথ ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মেছবাহুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী  অফিসার গোলাম ফেরদৌস। আমন্ত্রিত অথিতি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাহমিদুল হক, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল  আমিন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি আলহাজ্ব বাবুল আকতার, সাধারণ সম্পাদক মাইদুল  ইসলাম মুকুল, সোনাহাট ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক আজিজুল হক প্রমুখ।

এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, প্রচার সম্পাদক নুরুল আমিন সহ ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ম.আ.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!