রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টা। রানওয়েতে তখন ঢাকাগামী বিমান বাংলাদেশ এবং নভোএয়ারের দুটি ফ্লাইট অপেক্ষমান। সেই সময়ে ১০ বছরের মানিক মিয়া ঢুকে পড়ে সৈয়দপুর বিমানবন্দরে।
সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অনুপ্রবেশের পর শিশুকে আটকায় নিয়েছে অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। শিশুটির বাড়ি রংপুর সদরের দেউডুবায়। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।
সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ এন্ট্রি গেট দিয়ে অন্যান্য যাত্রীদের সঙ্গে ঢুকে পড়ে। সিভিল অ্যাভিয়েশনের সুপারভাইজার ফাহমি হাসিব শিশুটির চলাফেরা দেখে সন্দেহ করেন।
তখন শিশুকে জিজ্ঞাসাবাদ করলে অনুপ্রবেশের বিষয়টি বুঝতে পারেন। শিশুটি বিমানযোগে ঢাকায় যাওয়ার চেষ্টা করছিল।
এর আগে পাসপোর্ট, ভিসা, টিকেট কিংবা বোর্ডিং পাস; কিছুই ছিল না জুনায়েদ মোল্লার। তারপরও কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে চড়ে বসে ১২ বছর বয়সী ওই শিশু। এ ঘটনায় বিমানবন্দরে তোলপাড় সৃষ্টি হয়। গত ১১ সেপ্টেম্বরের সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এমন আরেকটি ঘটনা ঘটেছে।
একুশে সংবাদ/এএইচবি/এসআর
আপনার মতামত লিখুন :