মুন্সীগঞ্জে ট্রলিচাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মাসহ আরও তিনজন।
সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার টরকি এলাকায় মুন্সীগঞ্জ-বাংলাবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- দাদন সরকার (৩২) ও ছেলে মো. হোসাইন (৪)। তাদের বাড়ি সদর উপজেরার চর আবদুল্লাহ এলাকায়।
ওসি আমিনুল ইসলাম বলেন, উপজেলার ত্রিপলিয়া এলাকা থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে শহরে যাচ্ছিল। পথে বেলা পৌনে ১১টার দিকে উপজেলার টরকি এলাকায় মুন্সীগঞ্জ-বাংলাবাজার আঞ্চলিক সড়কে বিপরীতমুখী একটি ট্রলি ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা দাদন সরকার ও তার ছেলে মো. হোসাইনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন মা কুলসুম বেগমসহ তিনজন।
আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :