পাবনা এলাকার পদ্মা নদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাথর বোঝাই বাল্কহেডে চাঁদাবাজির মামলার আসামি মো. লুৎফর রহমান (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর দৌলতদিয়া নৌ-পুলিশ।
দৌলতদিয়া নৌ-পুলিশ জানায়, মো. লুৎফর রহমান রাজবাড়ী সদর থানার ভবানীপুর এলাকার মতিউর রহমানের ছেলে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে রাজবাড়ীর গোদার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৫ নভেম্বর পাবনা জেলার সুজানগর থানায় ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন বাল্কহেড মালিক মো. রেজাউল করিম।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির জানায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাথর বোঝাই বাল্কহেড ৪ নভেম্বর সন্ধ্যা ৫ টার দিকে পাবনা জেলার সুজানগর থানার মাদারতলা এলাকার পদ্মা নদীর মাঝখানে পৌঁছায়।
এমন সময় একটি ইঞ্জিন চালিত নৌকায় করে ৮ জন চাঁদাবাজ পাথর বোঝাই বাল্কহেডের গতিরোধ করে থামিয়ে দেয়। এরপর তারা প্রতিটি বাল্কহেড থেকে ২ হাজার করে চাঁদা দাবি করে। ৩ টি বাল্কহেড থেকে টাকা দেয়া হয় এবং বাকি ২ টি বাল্কহেড টাকা দিতে দেরি করলে বাল্কহেডের চালক ও সহযোগীদের মারধর করে।
এরপর অভিযোগকারী মো. রেজাউল করিম নাজিরগঞ্জ নৌ-পুলিশকে খবর দেয়। পরে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ঘটনাস্থলে এসে ৮ জনকে আটক করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে প্রীতম কুমার কর্মকার ও মো. লুৎফর রহমানের নির্দেশে চাঁদা তোলা হয়।
পলাতক থাকা অবস্থায় গ্রেপ্তার মো. লুৎফর রহমান ১০ নম্বর এজাহার ভুক্ত আসামি। তাকে সুজানগর থানার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :