AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় হাডুডু খেলা দেখতে উপচে পড়া দর্শক


ভাঙ্গুড়ায় হাডুডু খেলা দেখতে উপচে পড়া দর্শক

বাংলাদেশের জাতীয় খেলা হলেও হাডুডু আজ প্রায় বিলুপ্তির পথে। বিলুপ্ত এই খেলাকে টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে পাবনার ভাঙ্গুড়ায় অনুষ্ঠিত হয়েছে মরুহুম এম এ ইয়াকুব আলী স্মৃতি হাডুডু টুর্নামেন্ট-২০২৩।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার ভেড়ামারা উদয়ন একাডেমির মাঠে মরুহুম এম এ ইয়াকুব আলী স্মৃতি হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় উপজেলার পার- ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলী পাড়া ও ভেড়ামারা অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে খেলা দেখতে কয়েক হাজার মানুষ জড়ো হয়।

দুপুরের পর থেকে উপজেলার ভেড়ামারা উদয়ন একাডেমির মাঠ, কানায় কানায় ভরে যায়। দর্শকেরা সন্ধ্যা পর্যন্ত খেলা উপভোগ করেন। হাড্ডাহাড্ডি টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভেড়ামারাকে হারিয়ে জয়লাভ করে পাটুলী পাড়া। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

দর্শনার্থীরা বলেন, বেশি বেশি চর্চার মাধ্যমে দেশের জাতীয় খেলা হাডুডুকে বাঁচিয়ে রাখতে হবে। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে ক্রীড়াচর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে হবে। গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে প্রতি বছরই আয়োজন করা দরকার এই খেলার।

খেলায় প্রধান ম্যাচ রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলার বিবি স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ সাইফুল ইসলাম।

পার- ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হেদায়েতুল হক

একুশে সংবাদ. কমকে বলেন, ‘গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া হাডুডু খেলা উপভোগ করার জন্য দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে। ঐতিহ্যবাহী এ খেলা এখনো মানুষের স্মৃতিতে জ্বলজ্বল করছে।’

তিনি আরও বলেন, ‘আশা করি গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই খেলা আবার সর্বত্র ছড়িয়ে পড়বে। আগামীতে খেলাটি যেন আরও জনপ্রিয়তা পায়, সে ব্যাপারে সবার সজাগ দৃষ্টি রাখার দাবি জানাচ্ছি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!