ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মাধবপুরে টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কয়েক হেক্টর বোরো ধানের জমি। উপজেলার ইটাখোলা বিএডিসি`র বীজ উৎপাদন কেন্দ্রে আমন ধান ও আলু চাষের জমিতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার শেষ রাত পর্যন্ত অব্যাহত ভারি বর্ষণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বোরো ধান ও আলু চাষে আরো ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন চাষিরা।
জানা যায়,ঘূর্ণিঝড় "মিধিলি"র কারণে মাধবপুর ইটাখোলা বিএডিসি সহ উপজেলার প্রায় ৬৫ হেক্টর ফসলি জমির ক্ষতির আশঙ্কা।
বিএডিসি, ইটাখোলা-এর সিনিয়র সহকারী পরিচালকের সাথে কথা বলে জানা যায়, প্রায় ২৭.৯৩ হেক্টর জমিতে আমন ধান ও আলু চাষ করা হয় তার মধ্যে ০৭ হেক্টর জমিতে আমন বীজ ফসলের ধান গাছ ও ০২ হেক্টর আলু চাষকৃত জমি বৃষ্টিপাতে পানিতে ডুবে যায়।
উপজেলার মোক্তার হোসেন নামে এক কৃষকের সাথে কথা বললে জানান, তার প্রায় ১৫ হেক্টর জমির আমন ধানের ক্ষয় ক্ষতি হয়।
দিলীপ নামের অপর কৃষকের ২০ হেক্টর জমির আমন ধান মাটিতে পড়ে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আল মামুন জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে কিছু নিচু বোরো জমির ক্ষয়ক্ষতি হতে পারে, তাছাড়া পানি নিষ্করনের ভালো ব্যবস্থা থাকলে আলু জমির তেমন ক্ষয়ক্ষতি হবে না বলে মনে করছেন তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :