জামালপুর র্যাব-১৪’র অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিজানুর রহমান (৩৭)কে আটক করা হয়েছে।
১৭ নভেম্বর রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পোহাতার পালশাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান শেরপুর জেলার ঝিনাইগাতী থানার খৈলকুড়া গ্রামের মন্তাজ আলীর ছেলে।
জামালপুর র্যাব-১৪ সিপিসি স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, জয়দেবপুর এলাকার গোলাম মোস্তফা আসামী মিজানুর রহমানের পিতার ভাড়াটে বাসায় থাকতেন। ২০০৮ সালের ১১ মে গোলাম মোস্তফার মাদ্রাসা পড়–য়া ছেলে আমিনুর ইসলাম সুমন (১০)কে অপহরণ শেষে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় সুমনের পিতা জয়দেবপুর থানায় অপহরণ মামলা (নং-৪৫ (৫)/০৮ দায়ের করে। মামলার পর থেকেই আসামী আত্মগোপনে চলে যায়।
২০২৩ সালের ১৩ মার্চ বিজ্ঞ আদালতে মামলায় দীর্ঘ শুনানি ও পর্যালোচনায় সন্দেহাহীতভাবে দোষী সাব্যস্ত হওয়ায় আসামী মিজানুর রহমানের বিরুদ্বে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ বছর কারাদন্ডাদেশ প্রদান করা হয়। ১৫ বছর যাবৎ আত্মগোপনে থাকা আসামী মিজানুর রহমানকে গ্রেপ্তার শেষে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :