রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ নভেম্বর) বেলা ১২ টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফারসিম তারান্নুম হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস পুরী প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস সফলভাবে পালনের সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :