ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজাদুর রহমান (৪৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৪০ জনে।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।
মারা যাওয়া ওই ব্যক্তি ফরিদপুর শহরের ওয়ারল্যাসপাড়া এলাকার এম,এ মজিদের ছেলে আজাদুর রহমান (৪৫)।
ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ১`শ ৭৬ জন। এর মধ্যে ২৩ হাজার ৭`শ ৯১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
একুশে সংবাদ/স.চ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :