AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালিয়াকৈরে শিয়াল জবাইয়ের পর এবার গর্ভবতী ছাগল জবাই করে মাংস বিক্রি


Ekushey Sangbad
বাপ্পি খৃষ্টদাস, কালিয়াকৈর, গাজীপুর
০৬:০৩ পিএম, ২২ নভেম্বর, ২০২৩
কালিয়াকৈরে শিয়াল জবাইয়ের পর এবার গর্ভবতী ছাগল জবাই করে মাংস বিক্রি

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর মাংস বাজারে গর্ভবতী ছাগল জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে।

 গত শুক্রবার ঘটনাটি ঘটলেও বুধবার ফেসবুকে ভাইরাল হওয়ার পর সবার নজরে আসে।

জানা গেছে, উপজেলার সফিপুর এলাকায় বাছেদ নামে এক মাংস ব্যবসায়ী এর আগেই শিয়াল জবাই করে মাংস বিক্রি করেন , এবার গর্ভবতী ছাগলসহ বিভিন্ন অসুস্থ পশু জবাই করে মাংস বিক্রি করে আসছে। তারি ধারাবাহিকতায় একটি গর্ভবতী ছাগল জবাই করে মাংস বিক্রি । এসময় ছাগলের বাচ্চা সহ শরীরের বিভিন্ন অংশ একটি বালতিতে রাখা হয়। পরে ওই বালতি কুকুর ফেলে দিলে ভিতরে গর্ভবতী ছাগলের বাচ্চা দেখতে পাই মাংস ক্রেতারা। পরে ওই মাংস বিক্রিতার সাথে তর্ক বিতর্কে এক পর্যায়ে সেখানে মানুষ জড়ো হতে থাকে। পরে এক পর্যায়ে মাংস বিক্রি বন্ধ রেখে দোকান থেকে চলে যায়। 

এর আগেও শিয়ালের মাংস বিক্রি করার অভিযোগে উপজেলা প্রশাসন তাঁকে দোকান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন।

এ ব্যাপারে অভিযুক্ত বাছেদ জানান, আমি জবাই করিনি ছেলে জবাই করেছে। আর দশটা ছাগলের মাঝে দু-একটা অসুস্থ থাকতেই পারে। 

সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো.আতাউর রহমান জয় জানান, আমরা শোনার পর দোকানটি বন্ধ করে দিয়েছি। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লুৎফর রহমান জানান, যেকোনো অসুস্থ প্রানীর মাংস খাওয়া মানবদেহের জন্য জন্য ক্ষতিকর। 

কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদ বলেন,বিষয়টি জানার পর ইতিমধ্যে আমরা দোকানটি বন্ধ করে দিয়েছি। তিনি যদি দোকানটি আবার খুলেন তাহলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হবে। 

একুশে সংবাদ/এস কে 


 

Link copied!