লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নে মধ্য মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল উদ্দিন বিল্লালের উপর হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেনের বিরুদ্ধে।
বুধবার (২২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এসময় শিক্ষক কামাল উদ্দিন বিল্লালের মাথা ফেটে যাওয়ায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে।
আহত শিক্ষক মাছিমপুর গ্রামের তৈয়ারী বাড়ির মৃত ফজলুল হকের ছেলে ও বিদ্যালয়ের সভাপতি ফারুক হোসেন একই গ্রামের আইচের বাড়ির মৃত মোহাম্মদ উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্য মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকহকারী শিক্ষক কামাল উদ্দিন বিল্লাল প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ের আসেন। এর পরেই সকাল ১১টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একেএম ফারুক হোসেন অফিস কক্ষে প্রবেশ করেই প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকের সামনেই সহকারী শিক্ষক কামাল উদ্দিন বিল্লালের উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে সভাপতি ফারুক দ্রুত ঘটনাস্থ থেকে পালিয়ে যায়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম ফারুক হোসেন জানান, এটা একটা অনাকাঙ্খিত ঘটনা। এজন্য আমি অনুতপ্ত। আমিতো মানুষ, ফেরেশতা নয়। ভুল হতেই পারে। ঘটনার পর পরই বিষয়টি সমাধানের জন্য শিক্ষক বিল্লালের বাড়িতে গিয়েছি। কিন্তু কাউকে পাইনি। প্লিজ পারলে আপনি সমাধান করে দিন। শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে লেখালেখির দরকার নেই।
প্রধান শিক্ষক মৌসুমী আক্তার জানান, কিছু বুঝে উঠার আগেই ঘটনাটি ঘটে গেলো। পরে আমিসহ অন্য শিক্ষকরা মিলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। তবে শিক্ষকের উপর হামলা দুঃখজনক।
রামগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন জানান,খবর পেয়ে আমরা সকল কর্মকর্তাবৃন্দ হাসপাতালে গিয়েছি। শিক্ষকের উপর হামলার ঘটনায় ম্যানেজিং কমিটির সভাপতি ফারুকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ছা.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :