AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাগেরহাটে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বাগেরহাট
০৭:৪১ পিএম, ২২ নভেম্বর, ২০২৩
বাগেরহাটে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার

বিএনপির ডাকা হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাগেরহাটে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। 

এর অংশ হিসেবে গেল ২৮ অক্টোবর থেকে সকাল-বিকেল টহল দেওয়ার পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

বুধবার (২২ নভেম্বর) সকালে  বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেমের নেতৃত্বে এক প্লাটুন বিজিবি ও পুলিশ সদস্যদের নিয়ে সাইনবোর্ড, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দশানী, মাজার মোড়,  বারাকপুর, সিএন্ডবি বাজার, নওয়াপাড়া ও কাটাখালিসহ বিভিন্ন এলাকায় টহল দেওয়া হয়। 

এছাড়া জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থাপনা এলাকায়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকায় চেকপোষ্ট বসানো হয়েছে। 

জেলা প্রশাসক মোহা. খালিদ হাসান বলেন, গেল ২৮ অক্টোবরের পর বাগেরহাট জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি, আনসার  ও র‌্যাব প্রতিনিয়ত টহল দিচ্ছে। 

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!